হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ ও হাসপাতাল ছাড়া সরকারের সব অফিস-আদালত বন্ধ হওয়ার নিদের্শনা আসতে পারে।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত ঘোষণা দেবেন বলে একটি সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল গাফফার সমকালকে বলেন, কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
সচিবালয় সূত্রে আরও জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক লকডাউন না। অর্থাৎ মানুষের কাজ থাকবে না। এ সময় বাসা থেকে না হওয়ার অনুরোধ জানানো হবে।