নিজ প্রতিষ্ঠানকর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র নায়িকা হিসেবে নিপুণের সুপরিচিতি। এর বাইরে তার আরও একটি পরিচয় অনেকেই জানেন। সেটা হলো ব্যবসায়ী।

গত কয়েক বছরে নিজ উদ্যোগে প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ গড়ে তুলেছেন তিনি। দেশের করোনা পরিস্থিতির কারণে এবার প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ।

তিনি বলেন, ‘আপনারা জানেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একইও অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষদেরও সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।’

তিনি জানান, বিদেশ থেকে তার মা, ভাই ও মেয়ে দেশে ফেরায় তারা এখন নিজেদের গৃহবন্দি করে রেখেছেন। কেউ যদি বাইরে থেকে দেশে আসেন তবে একই কাজ করার আহ্বান জানান তিনি।প্রতিষ্ঠানের উদ্বোধনী আয়োজনে কনা-আলিশার সঙ্গে নিপুণ

উল্লেখ্য, রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ অবস্থিত। ২০১৬ সালে এটি চালু করেন তিনি।

 

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর