হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারী মোকাবেলায় রিয়ানাস ফাউন্ডেশন ৫০ লাখ ডলার দান করেছে। পুরো পৃথিবী এখন করোনাভাইরাসের তাণ্ডবে আতঙ্কিত; শোক-ত্রাসে মানুষ বিপর্যস্ত। প্রতিদিন বাড়ছে মরদেহের সংখ্যা। এর মধ্যে এ দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বার্বাডিয়ান সংগীতশিল্পী, অভিনেত্রী রিয়ানার ক্লারা লিওনেল ফাউন্ডেশন (সিএলএফ)। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাস্টিন লুকাস এক বিবৃতিতে বলেছেন, তাদের অনুদান যুক্তরাষ্ট্রে খাদ্যসংকটে থাকা মানুষের জন্য খাবারের সরবরাহ নিশ্চিত রাখতে ব্যবহূত হবে। এছাড়া এ অর্থ হাইতি ও মালায়ুইয়ের মতো দরিদ্র দেশে করোনা শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে ব্যয় হবে।
ইটি কানাডার প্রতিবেদন অনুসারে, নিজের জন্মভূমি বার্বাডোজের মানুষকেও সহায়তা করবেন। ২১ মার্চ বার্বাডোজের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশের সেন্ট মাইকেলে জন্ম নেয়া একজন করোনা আক্রান্তদের জন্য ভেন্টিলেটর কিনতে ১০ লাখ ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই মানুষটি রিয়ানা।
রিয়ানা ক্লারা লিওনেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন তার পিতামহের স্মৃতিতে। একই সঙ্গে তিনি বার্বাডোজের কুইন এলিজাবেথ হাসপাতালের অনকোলজি ও নিউক্লিয়ার মেডিসিন বিভাগে ক্লারা ব্রাথওয়েট সেন্টারকে আর্থিক সহায়তা করেন।
করোনাভাইরাসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে ১১ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এ দুর্যোগ মোকাবেলায় জাস্টিন বিবার, রায়ান রেনল্ডস, কেনি ওয়েস্ট লেডি গাগা আর্থিক অনুদান দিয়েছেন এবং তাদের ভক্তদেরও আহ্বান জানিয়েছেন সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে।