হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় যেকোন ধরনের কাজে পাশে থাকতে চান চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের প্রয়োজনে নিজেদের শ্রমকে কাজে লাগিয়ে দৃষ্টান্ত তৈরি করতেন চান তারা।
এসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নেতারা বলছেন, সঠিক দিক নির্দেশনা পেলে এমন সংকটময় মুহূর্তে তারাও সহযোগিতা করতে চান দেশের মানুষকে।
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করা যুব রেড ক্রিসেন্ট বিভিন্ন সেবামুলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে কুড়িয়েছেন সুনাম।
সংগঠনটির চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল বাংলানিউজকে বলেন, আমাদের পুরো চট্টগ্রামে বিভিন্ন ইউনিটে প্রায় ৫ হাজার কর্মী রয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের মতো করে করোনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। আগামীতেও যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করবো।
অন্যদিকে, রক্ত সংগ্রহে কাজ করেন সিটিজি ব্লাড ব্যাংক নামে ফেসবুকভিত্তিক একটি গ্রুপ। যারা প্রতিনিয়ত কাজ করছেন প্রয়োজনীয় রক্তের যোগান দিয়ে মুমূর্ষু রোগী বাঁচানোর জন্য। এই গ্রুপটির প্রায় ৩ লক্ষাধিক সদস্য থাকলেও সক্রিয়ভাবে প্রায় ৩শ সদস্য কাজ করেন রক্তদান সহ কারো রক্তের প্রয়োজন হলে তা ব্যবস্থা করে দিতে। তবে এ কাজের জন্য কোনো অর্থ নেন না গ্রুপের সদস্যরা।
এ গ্রুপের অ্যাডমিন সূর্য দাশ বাংলানিউজকে বলেন, কয়েকদিন আগে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আমরাও দেশের এমন কঠিন সময়ে অবশ্যই পাশে থাকবো, তবে দরকার উপযুক্ত দিকনির্দেশনা। আমরা স্বেচ্ছাসেবী কিন্তু আমাদের কোন বৈজ্ঞানিক ধারণা নেই। উপযুক্ত দিকনির্দেশনা ও সেফটি ইকুইপমেন্ট পেলে অসুস্থদের সেবা প্রদান করতে পারবো।
ইউনিসেফ ব্লু ফোর্স টিম নামে একটি সংগঠনও আগ্রহী করোনা মোকাবেলায় কাজ করতে। সংগঠনটির টিম লিডার রাজিয়া সুলতানা বাংলানিউজকে বলেন, দেশের এমন পরিস্থিতিতে চুপ করে বসে থাকা উচিত হবে না। কয়েকদিন আগে চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক জনগণকে সচেতন করতে কিছু লিফলেট দিয়েছেন। আমরা তা বিতরণ করেছি। করোনা বিষয়ে সচেতন করতে আমরা ব্যক্তি উদ্যোগে কাজ করছি। অবশ্যই করোনা পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করবো।
এদিকে গত শনিবার চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সঙ্গে দেখা করেন বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় তারা যে কোনো দুর্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যাপারে স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বাংলানিউজকে বলেন, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি। তারাও বেশ আগ্রহী। তবে তাদের কাজ লাগাতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু কাজ করতে হবে, যা তাদের সুরক্ষা দিবে।