হাওর বার্তা ডেস্কঃ আদালতের আদেশ স্বত্বেও সারাদেশের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে পূর্বের চাকরিকাল গণনা না করার সিন্ধান্ত নেওয়ায় তা বাতিল করতে নোটিশ পাঠানো হয়েছে।
রোববার ৬৫ জন জাতীয়করণ প্রাথমিক শিক্ষকের পক্ষে আদালত অবমাননার এ নোটিশ প্রদান করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ ৫ জনের প্রতি আদালত অবমাননার এ নোটি পাঠানো হয়েছে।
আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ ফেব্রুয়ারি স্মারক নং ০৫.০০.০০০০.১৭১.১২.০২০.১৮.২৩ এর মাধ্যমে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পূর্বের চাকুরিকাল জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে গণনা করার বিধিগত সুযোগ নেই বলে মতামত দেন। নোটিশে এ মতামত ১৫ দিনের মধ্যে বাতিল চাওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সাহিদা খাতুন, নাসিমা খাতুন, দুলাল মিয়া, হেবজুল বারি, ঝর্না আকতার, হুমায়ন কবির, ফেরদৌসি বেগম, মজিবুর রহমান ভুইয়া, মারুফা বেগম, রুকন উদ্দিন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার আলআমিন, সামসুল ইসলাম, জিল্লুর রহমান, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, আবুল হাসেম, নাসিমা বেগম, রোকেয়া বেগম, মো. লিয়াকত আলী, কামাল উদ্দিনসহ ৬৫ জন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।