হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হলের মতো দেশের খেলাধুলার কপাটও বন্ধ করে দেয়া হল। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের সব খেলাধুলা আপাতত বন্ধ থাকবে। আমরা এরই মধ্যে অনেক টুর্নামেন্ট স্থগিত করেছি করোনার কারণে। ৩১ মার্চ পর্যন্ত ঘরোয়া সব ধরনের খেলাধুলা স্থগিত রাখার পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত।
মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড তাদের চলতি লিগ স্থগিত করেছে। ফুটবলে মহিলা ফুটবল লিগ, প্রিমিয়ার লিগ ও জাতীয় স্কুল ফুটবল চলছিল। তিনটি প্রতিযোগিতাই স্থগিত করেছে ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনের কয়েক ঘণ্টা পর ক্রিকেট বোর্ড ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিত করার সিদ্ধান্ত নেয়।