হাওর বার্তা ডেস্কঃ হোটেল বলতে কী বোঝায় তা মোটামুটি সবাই জানেন, তবে মোটেল সম্পর্কে অনেকেই জানেন না। তাই দুটি জিনিসকে এক করে ফেলেন অনেকেই। আবার অনেকেই বেড়াতে গিয়ে হোটেলে নাকি মোটেলে উঠবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান।
তাই এই সমস্যার সমাধানে আগে জানা প্রয়োজন হোটেল ও মোটেলের মধ্যে পার্থক্য। চলুন তবে জেনে নেয়া যাক পার্থক্যটি কোথায়-
এর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে দুটো নামের পার্থক্য। ‘হোটেল’ নামটি এসেছে ফ্রেঞ্চ শব্দ থেকে, যা মোটামুটি ১৬০০ শতক থেকেই প্রচলিত। এর অর্থ এমন একটা জায়গা যেখানে থাকতে পারবেন, খাবার খেতে পারবেন, বিনোদন পাবেন ও অন্যান্য সেবা দেয়া হবে।
অন্যদিকে ‘মোটেল’ শব্দটি অনেক নতুন, তার প্রচলন হয় ১৯২০ দশকের দিকে। ‘হোটেল’ ও ‘মোটর’ এ দুটি শব্দ মিলিয়ে তৈরি হয় মোটেল কথাটি। মূলত হাইওয়ের পাশে তৈরি হোটেল যেখানে ভ্রমণের সময় ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারে, এমন জায়গাকে বলা হয় মোটেল।
হোটেল আর মোটেলের সেবার মধ্যেও পার্থক্য আছে। মূলত বেশ কিছুদিন থাকার জন্য হোটেল বেছে নিতে পারেন। আর লম্বা যাত্রার মধ্যে বিরতি দিতে এক দুইদিন থাকার জন্য মোটেল বেছে নিন। লম্বা সময় থাকা যায় বলে হোটেলে সেবার পরিমাণও বেশি থাকে। সেখানে লাউঞ্জ, জিম, স্পা ও অন্যান্য মনোরঞ্জনের ব্যবস্থা থাকতে পারে। যা মোটেলে থাকে না।