হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- শেরপুরের শ্রীবরদী উপজেলার বেলুয়ার চকবলী এলাকার মো. জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মোর্শেদ আলীর মেয়ে লিলি আক্তার। তাদের মা-বাবা বানিয়ারচালা গ্রামের আবুল কালামের বাড়িতে ভাড়ায় থেকে একটি গার্মেন্টসে কাজ করেন।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, সকালে জান্নাতুল ও লিলির মা-বাবা কর্মস্থলে যান। দুপুরে ফিরে সন্তানদের না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংকে তাদের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।