রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝুটপট্টির পাশে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান এ তথ্য জানান।

লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আগুন প্রথমে ঝুট গোডাউনে লাগে। এরপর পাশের তিন ভবনে ছড়িয়ে পরে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। ঝুট থাকায় আগুন নেভানো একটু কষ্টসাধ্য ছিল।’

ফায়ার সার্ভিসের এই পরিচালক আরো বলেন, ‘এ ঘটনায় কেউ নিহত হননি। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে আলোক হাসপতালে পাঠানো হয়েছে।’

এদিকে ঘটনাস্থলে থাকা সাংবদিক আহমেদ নূর জানান, আগুন লাগার ঘটনায় এক নারীসহ দুই উদ্ধারকারী আহত হয়েছেন। ওই উদ্ধারকারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে পাঠাতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর