হাওর বার্তা ডেস্কঃ * জোকস-১ স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না-
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে।
স্বামী: আমিও বের হচ্ছি!
স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-সদকা করতে যাচ্ছি!
স্ত্রী: কেন?
স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়…
* জোকস-২
স্ত্রীকে দেখে আরও বিয়ে করার ইচ্ছা
স্ত্রী: বলো তো আমাকে কেমন দেখাচ্ছে?
স্বামী: অনেক সুন্দর লাগছে!
স্ত্রী: এভাবে না, ঠিক কতটুকু সুন্দর লাগছে বলো…
স্বামী: বিউটিফুল, একদম যেন পরী! এত বেশি ভালো দেখাচ্ছে যে, মন চাইতেছে আরেকটা নিয়া আসি!
* জোকস-৩
স্ত্রীকে চিড়িয়াখানার টিকিট দিলো স্বামী
স্বামী: আজ ছুটির দিন আমার। পুরাটা দিন হাসিখুশি কাটাতে চাই।
স্ত্রী: কীভাবে?
স্বামী: এই নাও চিড়িয়াখানার টিকিট এনেছি তিনটি!
স্ত্রী: তিনটি কেন?
স্বামী: একটি তোমার জন্য আর বাকি দুটি তোমার বাবা-মায়ের জন্য!