হাওর বার্তা ডেস্কঃ ডায়াবেটিস বা বহুমূত্র একটি জটিল রোগ। বিশ্বে দিন দিন এর বিস্তার ঘটছে। ডায়াবেটিস রোগ যেসব কারণে শরীরে বাসা বাঁধে, আধুনিক সমাজে তার অধিকাংশই বিদ্যমান। যান্ত্রিক জীবনের পাশাপাশি জীবনযাপনে ক্রমাগত অনিয়ম তাকে আরো উসকে দিচ্ছে।
অর্থাৎ বিলাসবহুল জীবনে অভ্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ অজান্তেই জীবনকে সঁপে দিচ্ছে নীরব ঘাতক ডায়াবেটিসের হাতে। এ থেকে বৃদ্ধ, শিশু এমনকি নবজাতকও রেহাই পাচ্ছে না। বিশেষ করে, মেদবহুল অতিরিক্ত ওজনধারী ব্যক্তিদের বেলায় এ ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
এ সম্পর্কে রীতিমতো আতঙ্কের কথা জানিয়েছেন একদল মার্কিন বিজ্ঞানী। তাদের ভাষায়, ডায়াবেটিস আক্রান্ত গর্ভবতী মায়ের নবজাতকের একই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ।