সাভারে ১৩ ডাকাত আটক

হাওর বার্তা ডেস্কঃ সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ১৩ ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। বুধবার ভোররাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকায় ডাকাতির  প্রস্তুতিকালে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- কেরানীগঞ্জের কলমাচরের নাজিমউদ্দিনের ছেলে আবুল হোসেন (৩০), একই এলাকার মৃত বারেক হোসেনের ছেলে মহিউদ্দিন (৪৫), জামালপুর জেলার সদর থানার গাবরগালে গ্রামের জব্বার আলীর ছেলে রাজু মিয়া (৩০), মাদারীপুরের শিবচর থানার সাবের আলী বেপারী গ্রামের মৃত জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ মিয়া (৩৫), বয়াতীকান্দি গ্রামের মৃত বিষা মাদবরের ছেলে জালাল মাদবর (৫০), চরকাচিকাটা গ্রামের মো. সিকান্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৪০), একই গ্রামের মৃত সোবহান সিকদারের ছেলে রাসেল শিকদার (২৮), আশুলিয়ার দোসাইদ আনারকলি বস্তির মৃত আফসার আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জের সাটুরিয়ার চরভাটারা গ্রামের মৃত বুদ্ধু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনিদাস (৫৫), মানিকগঞ্জের ঘিওর থানার চরঘিওর গ্রামের মৃত তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী (৪৪),  সাদেক মিয়া (৪১), মনির হোসেন (৪৫) ও আবুল হোসেন ফকির (৪০)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, বুধবার ভোররাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাভার থানার একটি সাধারণ ডায়েরির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে দু’টি দেশীয় অস্ত্র পাওয়া যায়।

সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কাভার্ডভ্যানের ভেতরে ডাকাতদলের বাকি সদস্যরা লুকিয়ে আছে। পরে কাভার্ডভ্যানটির তালা খুলে ভেতর থেকে আরো ১০ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তিনি আরো বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন সড়কে ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর