ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনারকে সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
  • ৩১৪ বার

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন জিএম সালেহ উদ্দিন। সোমবার দুপুরে যোগদান করেন তিনি। তার যোগদান উপলক্ষে সার্কিট হাউজে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-১৪, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা নাগরিক আন্দোলন, চেম্বার অব কমার্স, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, জেলা ক্রীড়া সংস্থা, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা জানান।

এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নতুন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন জানান, বিভাগ বাস্তবায়ন নিয়ে ময়মনসিংহবাসীর আবেগ অনেক বেশি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়া ময়মনসিংহবাসীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ময়মনসিংহের সর্বস্তরের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবারের (১০ ডিসেম্বর) পর একটি উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কমিশনার বলেন, নতুন কিছু বাস্তবায়ন করতে হলে একটু সময় ও সুযোগ দিতে হবে।

এসময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুক, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১৪ এর সিইও লে. ক. আরিফ সুমন, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আনোয়ার হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মতিউর রহমান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, জাসদ সেক্রেটারি অ্যাডভোকেট এসএম সাদিক হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনারকে সংবর্ধনা

আপডেট টাইম : ১২:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন জিএম সালেহ উদ্দিন। সোমবার দুপুরে যোগদান করেন তিনি। তার যোগদান উপলক্ষে সার্কিট হাউজে জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-১৪, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা নাগরিক আন্দোলন, চেম্বার অব কমার্স, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসদ, জেলা ক্রীড়া সংস্থা, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ফুলেল সংবর্ধনা জানান।

এসময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নতুন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন জানান, বিভাগ বাস্তবায়ন নিয়ে ময়মনসিংহবাসীর আবেগ অনেক বেশি। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়া ময়মনসিংহবাসীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ময়মনসিংহের সর্বস্তরের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবারের (১০ ডিসেম্বর) পর একটি উন্নয়ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কমিশনার বলেন, নতুন কিছু বাস্তবায়ন করতে হলে একটু সময় ও সুযোগ দিতে হবে।

এসময় জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুক, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১৪ এর সিইও লে. ক. আরিফ সুমন, পৌর মেয়র ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আনোয়ার হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মতিউর রহমান, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, সেক্রেটারি ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, জাসদ সেক্রেটারি অ্যাডভোকেট এসএম সাদিক হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।