হাওর বার্তা ডেস্কঃ সিরাজগঞ্জে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে বাসা-বাড়ি। ওই কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ অঞ্চলে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।