হাওর বার্তা ডেস্কঃ মোহাম্মদ আজহারউদ্দীন, এম এস ধোনি, শচীন টেন্ডুলকারের পর এবার পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প। সাবেক এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছেন করন জোহর।
সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। এর আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে গাঙ্গুলি বলেন, যদি একতা কাপুর হয় আমি রাজি। আমরা এ বিষয়ে একবার আলোচনা করেছিলাম। যদিও পরবর্তী সময়ে তা আর আগায়নি। খেলোয়াড়দের নিয়ে অনেক বায়োপিক হচ্ছে, তবে আমার বিষয়ে কখনো চিন্তা করিনি। যদি কারো সময় হয় আমাকে নিয়ে বায়োপিক তৈরি করতে পারেন। আশা করছি সবাই সিনেমাটি দেখবে।
নিজের চরিত্রে কাকে চান প্রশ্নের উত্তরে এই ক্রিকেটার বলেন, আমার পছন্দ হৃতিক রোশান। তিনি আমার পছন্দের অভিনেতা। আমি চাইব, আমাকে নিয়ে বায়োপিক হলে হৃতিক অভিনয় করুন।