হাওর বার্তা ডেস্কঃ ডানাহীন এক টিয়াকে আকাশে উড়িয়ে হৃদয় কেড়েছেন পশু চিকিৎসক ক্যাথরিন অপুলি। পরম মমতায় বিশেষ আঠা দিয়ে পাখা লাগিয়ে ১২ সপ্তাহ বয়সী পাখিটিকে ওড়া শেখাচ্ছেন তিনি।
পাখিটির ডানা কীভাবে নষ্ট হল সেটি জানা যায়নি। ৩১ বছর বয়সী অপুলি জানিয়েছেন, অচেতন অবস্থায় পাখিটির চিকিৎসা করেন তিনি।
অন্য পাখির ডানা সংগ্রহ করে শত বছরের পুরোনো পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা করেছেন এই তরুণী চিকিৎসক।
অন্য একটি পশু হাসপাতাল থেকে ওই পাখাগুলো সংগ্রহ করেন অপুলি।
‘পাখিটির ডানা মারাত্মকভাবে ছাটা ছিল। উড়তে পারছিল না,’ জানিয়ে অপুলি ডেইলি মেইলকে বলেন, ‘নতুন ডানার কারণে সে এখন উড়তে পারছে। আগের মতো মাটিতে পড়ে যাচ্ছে না। এখন খুব ভালো আছে।’