উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার এবং নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচটিসহ ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩টি এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের জন্য ১৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. ফখরুল আলম আক্কাস, বিএপির প্রার্থী হাজী মো. শাহিন, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ, আব্দুল লতিফ ও ইমতিয়াজ হোসেন কাজল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম শ্রেণির পৌরসভা ভৈরবে ৬৭ হাজার ৪৩৬ জন ভোটার ৩০ ডিসেম্বর ভোটাধিকারের মাধ্যমে পৌর প্রতিনিধি নির্বাচিত করবেন।