হাওর বার্তা ডেস্কঃ নাচে-গানে বসন্ত ও ভালোবাসা দিবসকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ ভিন্ন আবহে প্রাণ উজাড় করে যোগ দিয়েছেন উৎসবে। বসন্তের সাথে ভালোবাসা যুগলবন্দী তাই দিনটি আজ অন্য যে কোনো ভালোবাসা দিবসের চেয়ে তাৎপর্যপূর্ণ।
ভালোবাসা নিয়ে বিভিন্ন সময় বিশ্বের সেরা লেখকরা বিভিন্ন রকম উক্তি দিয়েছেন। শেক্সপিয়ার থেকে জন গ্রীণের মত লেখকরা ভালবাসার আবেগকে লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। আর এই ভালোবাসা দিবসে তেমনই কিছু উক্তি তুলে ধরা হলো পাঠকদের জন্য।
জন গ্রীণ: আপনি যেভাবে ঘুমিয়ে পড়ছেন সেভাবেই আমি প্রেমে পড়েছিলাম, আস্তে আস্তে এবং তারপরে একবারে পুরোপুরি।
শেক্সপিয়ার: আস্তে বলুন যদি সেটি ভালোবাসার কথা হয়।
কাজী নজরুল ইসলাম: তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন।
লিও তলস্তয়: প্রেমে না পড়া পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি।
রবীন্দ্রনাথ ঠাকুর: ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেনো?
মার্গারেট মিচেল: আপনার তাকেই চুম্বন করা উচিৎ এবং প্রায়শই তাকে যে জানে কিভাবে এটি করতে হয়।
হুমায়ূন আহমেদ: অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না।
মণিশংকর মুখোপাধ্যায়: যৌবনে যার প্রেম হল না তার জীবন বৃথা।
লুইসা ম্যা আলকোট: প্রেম একটি দুর্দান্ত সৌন্দর্যবর্ধক।