ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও বাপ্পী চৌধুরী জুটি ‘বুকের মাঝে প্রেমের আগুন’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নির্মাতা শাহনেওয়াজ শানু পরিচালিত এই ছবিটির মহরত অনুষ্ঠান আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিচালক জানিয়েছেন, প্রাথমিকভাবে নাম ‘বুকের মাঝে প্রেমের আগুন’ রাখা হলেও ছবির নাম পরিবর্তন হতে পারে’। পরিচালক জানান, ‘অ্যাকশন রোমান্টিক ঘরানার ছবি হবে এটি। এই সিনেমায় পরীমনিকে উপস্থাপন করা হবে একজন সুপার মডেল হিসেবে, আর বাপ্পী অভিনয় করবেন একজন প্রতিবাদী যুবকের চরিত্রে। তবে, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। গতানুগতিক খল চরিত্রের বাইরেও তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। সব ধরনের দর্শকের হলে ফিরিয়ে আনতেই নির্মাণ করা হচ্ছে ছবিটি।’ মহরতের পর আজ থেকে নতুন এ ছবিটির শুটিং শুরু হবে। তবে পাঁচ দিন শুটিং চলার ছবির কাজ কিছুদিন বন্ধ থাকবে। এরপর আসছে জানুয়ারিতে পুরোদমে শুরু হবে শুটিং। পরিচালক জানিয়েছেন, এ ছবির শুটিং হবে এফডিসি, উত্তরাসহ ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায়। পরিচালকের ইচ্ছে আগামী এপ্রিলে ছবিটি মুক্তি দেওয়ার। এরই মধ্যে এ ছবির কয়েকটি গানের রেকর্ডিংও শেষ হয়েছে। গানগুলো গেয়েছেন কনকচাঁপা, আঁখি আলমগীর, প্রতীক হাসান, কিশোর। আরও কয়েকটি গানের রেকর্ডিং বাদ আছে বলেও জানিয়েছেন এ ছবির পরিচালক।
সংবাদ শিরোনাম
পরী ও বাপ্পীর ‘বুকের মাঝে প্রেমের আগুন’
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
- ২৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ