কৃষক আহত বন্য হাতির আক্রমণে

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে ওয়ারেছ আলী (৩৫) নামে এক কৃষক আহত হয়েছেন।

শুক্রবার উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহত কৃষক ওয়ারেছ আলী ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এলাকাবাসী জানায়, সকালে কৃষক ওয়ারেছ আলী নিজ জমিতে সেচ দিতে যাওয়ার সময় পথে বন্যহাতির আক্রমণের শিকার হন। আক্রমণের ফলে ওয়ারেছ আলীর এক পা ভেঙে গেছে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মহসিন সর্দার জানান, আহত কৃষককে উদ্ধার করে প্রথমে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাসান্যাদাম ইউপি চেয়ারম্যান হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে বন্য হাতির আক্রমণে ওয়ারেছ আলী নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। প্রায় প্রতি বছরই হাতির আক্রমণে আমাদের জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর