কোনো প্রকার জামানত ছাড়াই ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছে নতুন প্রজন্মের বেসরকারি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক। শেষ দিনে উদ্যোক্তাদের এ অফার জানতে ব্যাংকটির স্টলে তরুণরা বেশি ভিড় জমিয়েছেন।
এর পাশাপাশি পাঁচ দিনব্যাপী আয়োজিত ব্যাংকিং মেলায় সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের স্টলে কোনো গ্রাহক অ্যাকাউন্ট খুললে (ব্যাংক হিসাব চালু করলে) তাদের কোনো চার্জ দিতে হবে না। পাশাপাশি এক বছরের জন্য কোনো প্রকার সার্ভিস চার্জও নিবে না ব্যাংকটি। সঙ্গে থাকবে ডেবিট কার্ড।
মেলা উপলক্ষে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের (এসবিএসি) স্টলে এসব সুবিধা দেয়া হয়েছে বলে জানান ব্যাংকটির অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ।
বায়েজিদ শেখ বলেন, তারা অ্যাকাউন্টের সুবিধা ছাড়াও বিভিন্ন ধরনের আমানত স্কিম সুবিধা দিয়েছেন গ্রাহকদের। ৬ বছর ৭ মাসব্যাপী একটি আমানত স্কিম রয়েছে, যাতে মেয়াদ শেষে দ্বিগুণ লাভ পাওয়া যায়। মেলা উপলক্ষে এটি ছিল তাদের বিশেষ আকর্ষণ।
ব্যাংকটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শতভাগ ইন্টারনেট ব্যাংকিং; চলতি আমানত, সঞ্চয়ী আমানত, বিশেষ সুবিধাপ্রাপ্ত সঞ্চয়ী আমানত, শর্ট নোটিশ আমানত, মাসিক সঞ্চয়ী আমানত, মাসিক মুনাফা আমানত, লাখপতি সঞ্চয়ী আমানত; টাকা জমা ও উত্তোলনে শতভাগ অনলাইন ব্যাংকিং; যেকোনো শাখায় হিসাব পরিচালনা; ডেবিট কার্ড ফ্রি, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফি ছাড়াই কিস্তি; উচ্চহারে মুনাফা ও কোনো অপ্রকাশ্য চার্জ নেয়া হয় না; করপোরেট, রিটেইল, এসএমই সর্বক্ষেত্রে সর্বোচ্চ ছাড় আর সেবা নিয়ে প্রস্তুত রয়েছে ব্যাংকটি।
এসবিএসি ১০, ৫০ ও ১০০ টাকায় অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অনুন্নত, সুবিধাবঞ্চিত ও ব্যাংক সেবার বহির্ভুত বিশাল জনগোষ্ঠীকে গ্রাহক তালিকা ও সেবায় অন্তর্ভুক্ত করেছে। দীর্ঘমেয়াদি ও বৃহৎ শিল্পে ঋণ প্রদানের পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্প, কৃষি ও কৃষিনির্ভর শিল্প এবং নারী উদ্যোক্তাদের সহজ সুদ ও শর্তে ঋণ করেছে।
ব্যাংকটি ২০১৩ সালে অনুমোদনের পর বর্তমানে সাড়ে নয়শ ঋণ আমানত, সাড়ে ২৭ হাজার আমানত হিসাব, ৪৪টি শাখা, ১০টি এটিএম বুথের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে। স্বল্প সময়ে দ্রুত এগিয়ে যাচ্ছে ব্যাংকটি।
সংবাদ শিরোনাম
জামানত ছাড়াই ১০ লাখ টাকার ঋণ সাউথ বাংলার
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
- ৪৮৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ