ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় সরকারি বিদ্যমান সেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মদনে সংবাদ প্রকাশের পর স্কুল কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গল বিদ্যালয় প্রাঙ্গন দখল করে ঘর নির্মাণ করছেন শিক্ষক রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করেন: পার্বত্য প্রতিমন্ত্রী সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে মদন উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সায়েম সাধারণ সম্পাদক আরিফ মদনে ফের বয়রাহালা ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণ মদনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যার চেষ্টা মদনের এ.ইউ.খান উচ্চ বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ মদনে এক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শূন্য

যোগ্য মুসলিম জামাতাকে বিল গেটসের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ১৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ মিশরীয় মুসলিম যুবককে বিয়ে করতে চলেছেন মেয়ে জেনিফার গেটস। নিজে খ্রিস্টান হলেও একজন মুসলমানকে জামাতা হিসেবে মেনে নিতে আপত্তি করেননি বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও। মেয়ের বিয়ের কথা জানতে পেরে বরং দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে বিয়ের কথা নিজেই ঘোষণা করেছিলেন জেনিফার। ঘোষণার সাথে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েল নাসেরের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেন। গত শনিবার মেয়ের সেই পোস্টে মন্তব্যে করেন বিল গেটস। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত, তোমাদের দু’জনকে অভিনন্দন।’ তাদেরকে অভিনন্দন জানিয়ে পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী মেলিন্ডা গেটসও।

২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসেরের সঙ্গে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তারা। নায়েল নাসের শিকাগোতে জন্মালেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল। ছোটবেলা থেকেই নায়েলের ঘোড়দৌড়ের সখ। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তার ঘোড়া চালনা শুরু হয়। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। এখন তিনি একজন পেশাদার ইকুয়েসট্রিয়ান। এটি হল ঘোড়ার কসরত প্রদর্শনের খেলা। এই খেলায় বিশ্বে তার অবস্থান ৩৫ নম্বরে। চলতি বছর তিনি মিশরের হয়ে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন।

নায়েল ও জেনিফারের আলাপ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জেনিফার ২০১৮ সালে সেখান থেকে হিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। নায়েলের মতো তিনিও ইকুয়েসট্রিয়ান খেলার ভক্ত। শখের বশে মাঝে মাঝে জেনিফারও ঘোড়া চালনা করেন। গত বছর সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ঘোড়া আমাদের জীবনের একটি অংশ মাত্র। আমরা দু’জনেই খেলাটি পছন্দ করি। সে একজন পেশাদার, আমি শখ থেকে এই খেলাটি করি। ঘোড়ার প্রতি আমাদের ভালবাসা এবং আবেগ আমরা ভাগ করে নিতে সক্ষম হয়েছি।’
তারা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই। শেষপর্যন্ত সেই নায়েলকেই বিয়ের সিদ্ধান্ত নেন জেনিফার। আর তিনি ইনস্টাগ্রামে সেই ঘোষণা করতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাই-এর সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।

নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়ার কসরত প্রদর্শনকেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনও পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার তার পড়াশোনাটা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সূত্র : বিজনেস ইনসাইডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইটনায় সরকারি বিদ্যমান সেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

যোগ্য মুসলিম জামাতাকে বিল গেটসের শুভেচ্ছা

আপডেট টাইম : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ মিশরীয় মুসলিম যুবককে বিয়ে করতে চলেছেন মেয়ে জেনিফার গেটস। নিজে খ্রিস্টান হলেও একজন মুসলমানকে জামাতা হিসেবে মেনে নিতে আপত্তি করেননি বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও। মেয়ের বিয়ের কথা জানতে পেরে বরং দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে বিয়ের কথা নিজেই ঘোষণা করেছিলেন জেনিফার। ঘোষণার সাথে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েল নাসেরের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেন। গত শনিবার মেয়ের সেই পোস্টে মন্তব্যে করেন বিল গেটস। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত, তোমাদের দু’জনকে অভিনন্দন।’ তাদেরকে অভিনন্দন জানিয়ে পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী মেলিন্ডা গেটসও।

২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসেরের সঙ্গে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তারা। নায়েল নাসের শিকাগোতে জন্মালেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল। ছোটবেলা থেকেই নায়েলের ঘোড়দৌড়ের সখ। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তার ঘোড়া চালনা শুরু হয়। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। এখন তিনি একজন পেশাদার ইকুয়েসট্রিয়ান। এটি হল ঘোড়ার কসরত প্রদর্শনের খেলা। এই খেলায় বিশ্বে তার অবস্থান ৩৫ নম্বরে। চলতি বছর তিনি মিশরের হয়ে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন।

নায়েল ও জেনিফারের আলাপ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জেনিফার ২০১৮ সালে সেখান থেকে হিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। নায়েলের মতো তিনিও ইকুয়েসট্রিয়ান খেলার ভক্ত। শখের বশে মাঝে মাঝে জেনিফারও ঘোড়া চালনা করেন। গত বছর সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ঘোড়া আমাদের জীবনের একটি অংশ মাত্র। আমরা দু’জনেই খেলাটি পছন্দ করি। সে একজন পেশাদার, আমি শখ থেকে এই খেলাটি করি। ঘোড়ার প্রতি আমাদের ভালবাসা এবং আবেগ আমরা ভাগ করে নিতে সক্ষম হয়েছি।’
তারা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই। শেষপর্যন্ত সেই নায়েলকেই বিয়ের সিদ্ধান্ত নেন জেনিফার। আর তিনি ইনস্টাগ্রামে সেই ঘোষণা করতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাই-এর সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।

নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়ার কসরত প্রদর্শনকেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনও পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার তার পড়াশোনাটা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সূত্র : বিজনেস ইনসাইডার।