নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের লাছারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের জমি দখল করে ঘর নির্মাণ করছেন ঐ বিদ্যালয়রই শিক্ষক। স্কুল ভবন ঘেষেই এ ঘর নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (১৪ মে) সরজমিন গেলে দেখা যায়, লাছারকান্দা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুপস্থিত। অন্যদিকে সহকারী শিক্ষক মোঃ রায়হান উদ্দিন নিজে দাঁড়িয়ে তার লোকজন দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের জমি দখল করে ভবন ঘেষে একটি টিনের চালাঘর নির্মাণ করছে। তিনি ঐ গ্রামেরই জমিদাতা মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে শিক্ষক রায়হান উদ্দিন বলেন, যেখানে ঘর নির্মাণ করছি তা স্কুলের জায়গা নয় আমাদের নিজস্ব জায়গা। এটা যদি মালিকানা জায়গা হয় তাহলে স্কুলের ওয়াশরুম কিভাবে নির্মাণ করা হলো? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ঘর নির্মাণ করব না, আপনারা নিউজ কইরেন না।
প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, অসুস্থতার কারণে আজ (১৪ মে) স্কুলে যেতে পারিনি। স্কুলে ঘর নির্মাণের বিষয়টি আমি জানি না। স্কুলের জমি দখল করে কোনো শিক্ষক মনগড়া ঘর নির্মাণ করলে তার দায়িত্ব আমি নিবোনা।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তারেক সালাউদ্দিন জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। খুঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।