ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)র পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং পিকেএসএফ-এর কারিগরি সহযোগিতায় উপজেলা পর্যায়ে সমাজসেবা, যুবউন্নয়ন, মহিলা বিষয়ক এবং পিআইও দপ্তর কর্তৃক প্রদত্ত বিদ্যমান সরকারি সেবাসমূহ বিষয়ে অবহিতকরণ সম্পর্কিত সভা অনুষ্টিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় ইটনা সদর ও এলংজুরী ইউনিয়নের পিপিইপিপি-ইইউ প্রকল্পের মোট ২০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাবেদ পাঠান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোঃ আমিনুল ইসলাম, পপি এলংজুরী শাখা ব্যবস্থাপক মোঃ শাহ্ আলম প্রমূখ। ওরিয়েন্টেশনে রিসোর্স পারসনগন তাদের স্ব স্ব দপ্তরের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে অংশগ্রহণকারী গণকে অবহিত করেন এবং যে কোন প্রয়োজনে তাদেরকে সরকারি দপ্তরের সেবাসমূহ গ্রহণ করতে বলেন। অংশগ্রহণকারীগণ স্বত:স্ফুর্ত ভাবে প্রশ্ন করে বিভিন্ন দপ্তরের সেবাসমূহ সম্পরকে অবগত হন।
এ রকম একটা ওরিয়েন্টেশন আয়োজন করার জন্য অংশগ্রহণকারীগণ পপি সংস্থা, পিকেএসএফ এবং ইউরোপীয়ান ইউনিয়ন কে ধন্যবাদ জানান। সভায় সঞ্চালনা করেন পপির সংস্থার টেকনিক্যাল (কমিউনিটি মোবিলাইজেশন) মফিজুর রহমান।