মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় তীব্র তাপদাহে স্ট্রোক করে আব্দুস সাত্তার (৭০) ও গোলাপ মিয়া (৪২) নামের দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুজনই উপজেলার দেওয়ান বাজারে প্রচন্ড গরমে স্ট্রোক করে।
বৃহস্পতিবার (২ মে) সকালে আব্দুস সাত্তার উপজেলার দেওয়ান বাজারে প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করতে আসেন। দুপুরে প্রচন্ড তাপদাহে জ্ঞান হারিয়ে তিনি মাটিতে ঢলে পড়লে লোকজন তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার উপজেলার পরশখিলা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
ইউপি সদস্য রিপন মিয়া জানান, আব্দুস সাত্তার আমার চাচা হন। তিনি বৃহস্পতিবার সকালে পারিবারিক বাজার করতে দেওয়ান বাজারে যান। সেখানে তিনি প্রচন্ড গরমে স্ট্রোক করেন। লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গোলাপ মিয়া চানগাঁও ইউনিয়নের চকপাড়া নাগবাড়ির শহীদ মিয়ার ছেলে। তিনি একজন কাঠ ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকালে দেওয়ান বাজারে কাঠ বেচাকেনা অবস্থায় হিট স্ট্রোক করলে লোকজন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মোশাররফ হোসেন বাবুল জানান, আমার চাচাতো ছোট ভাই গোলাপ মিয়া একজন কাঠ ব্যবসায়ী। প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার দেওয়ান বাজারে কাঠ বিক্রি করতে গিয়েছিলো। প্রচন্ড গরমে সে স্ট্রোক করলে লোকজন থাকে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।