ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অপহৃত বিএনপির কাউন্সিলর প্রার্থীকে আলু খেত থেকে উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

তিনি রোববার রাজধানী ঢাকা থেকে অপহৃত হন বলে দাবি করেছে বিএনপি।

সোমবার ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রোববার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।

তিনি জানান, এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইশরাক হোসেন। তিনি এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ইশরাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অপহৃত বিএনপির কাউন্সিলর প্রার্থীকে আলু খেত থেকে উদ্ধার

আপডেট টাইম : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

তিনি রোববার রাজধানী ঢাকা থেকে অপহৃত হন বলে দাবি করেছে বিএনপি।

সোমবার ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রোববার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।

তিনি জানান, এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরা তাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইশরাক হোসেন। তিনি এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ইশরাক।