হাওর বার্তা ডেস্কঃ হারিয়ে যাওয়া ১৫টি ফোন উদ্ধার করে সেগুলো মালিকের কাছে হস্তান্তর করেছে শাহআলী থানা পুলিশ। গত এক মাসে মোবাইল ফোন হারানো সংক্রান্তে থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি (জিডি) হয়।
এসব জিডি তদন্ত করে ১৫ মোবাইল ফোন দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। সোমবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহম্মেদ উদ্ধার করা এসব মোবাইল ফোনের মালিকদের ডেকে তাদের কাছে হস্তান্তর করেন।
মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৯ : মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ৫০৫ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১২৫ বোতল ফেনসিডিল ও ১৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা হয়েছে।