হাওর বার্তা ডেস্কঃ ফেনী জেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এখন মাঠে মাঠে ধান কাটার উৎসব চলছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার ১৪৩ মেট্টিক টন। আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৮ হাজার ৮১ হেক্টর জমিতে। ৯১ শতাংশ জমির ধান কাটা হয়েছে।
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড ও উফশী জাতের আমন ধানের চারা রোপণ করা হয়। কিছু কিছু এলাকায় স্থানীয় জাতের আমনের চাষ হয়েছে। সব ধরনের জাতে এ বছর ফলন আশানুরূপ হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিভিন্ন এলাকায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছে চাষি ও শ্রমিকেরা। চাষির ঘরের উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। সোনাগাজী উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক মাঠের পাশে ধান মাড়াইয়ের কাজ সারছেন।
চরখন্দকারের চাষি ভোলা মিয়া জানান, চরে নতুন ধান উঠায় চারদিকে নবান্নের উৎসব বিরাজ করছে। প্রত্যেকের ঘরে ঘরে ধান উঠছে। সবাই ব্যস্ত সময় পার করছে।
‘‘আশা করি সরকার ন্যায্যমূল্যে ধান ক্রয় করে কৃষকের এই আনন্দ ধরে রাখবে।’’
সোনাগাজীর চরাঞ্চলের বাদামতলী গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন খান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। জেলার সর্বত্রই ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।