ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পৌর নির্বাচনে শরিক নিচ্ছে না আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৩৬২ বার

জোটগত নয়, আসন্ন পৌরসভা নির্বাচনে এককভাবেই লড়বে আওয়ামী লীগ। মহাজোটের অন্যান্য শরীক দলগুলো জোটের হয়ে নির্বাচনে অংশ নিতে চাইলেও আওয়ামী লীগ তাতে নারাজ। মহাজোটের নেতৃত্বে থাকা দলটি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোয় এককভাবে অংশ নিয়ে মাঠ নিজেদের দখলে রাখতে চাইছে।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সামনের পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী দেবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সূত্রটি আরো জানায়, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ার অন্যতম কারণ হচ্ছে, শরীক দলগুলোর মধ্যে প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা।

তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ ব্যাপারে দল বা জোটের মধ্যে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে একযোগে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রথমবারের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে দলগুলো কোন পদ্ধতিতে তাদের প্রার্থী মনোনয়ন দেবে, তা এখনও চূড়ান্ত করতে পারেনি।

সূত্রে জানা গেছে, মহাজোটের শরিকরা স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার সিদ্ধান্ত জানালেও আওয়ামী লীগ, তাতে সাড়া দয়নি। বরং আওয়ামী লীগ এককভাবে পৌরসভা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র থেকে আওয়ামী লীগের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দকে এ ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে বলে সূত্রটি জানায়। এককভাবে প্রার্থী নির্বাচনের কার্যক্রমও শুরু করেছে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীদের দৌঁড়ঝাপেরও অন্ত নেই।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য জানান, পৌর নির্বাচনে এককভাবে অংশ নিয়ে আমরা জনসমর্থনের বিষয়টি যাচাই করতে চাই। এমন সময়ে জনসমর্থন যাচাই করা আমাদের জন্য অতিগুরুত্বপূর্ণ বিষয়। জনসমর্থন যাচাইয়ের বিষয়টি শরীক দলগুলোকেও জানিয়ে দেয়া হয়েছে। সামনের জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়েই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তবে এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কাস পার্টির সভাপতি বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি জাগো নিউজকে বলেন, আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে জোট করেছি। এ কারণে স্থানীয় নির্বাচনকেও আমাদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। তবে এককভাবে নাকি দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়া হবে, তা এখনও আলোচনা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জোটের মধ্যে আলোচনা করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে জাগোনিউজকে বলেন, নানা কারণেই আসন্ন স্থানীয় নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনীতির চলমান পরিস্থিতিকে আমলে নিয়েই পৌর নির্বাচনে অংশ নেয়া হবে। মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পৌর নির্বাচনে শরিক নিচ্ছে না আওয়ামী লীগ

আপডেট টাইম : ১১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫

জোটগত নয়, আসন্ন পৌরসভা নির্বাচনে এককভাবেই লড়বে আওয়ামী লীগ। মহাজোটের অন্যান্য শরীক দলগুলো জোটের হয়ে নির্বাচনে অংশ নিতে চাইলেও আওয়ামী লীগ তাতে নারাজ। মহাজোটের নেতৃত্বে থাকা দলটি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোয় এককভাবে অংশ নিয়ে মাঠ নিজেদের দখলে রাখতে চাইছে।

আওয়ামী লীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, সামনের পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ একক প্রার্থী দেবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সূত্রটি আরো জানায়, দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়ার অন্যতম কারণ হচ্ছে, শরীক দলগুলোর মধ্যে প্রতীক বরাদ্দ নিয়ে জটিলতা।

তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এ ব্যাপারে দল বা জোটের মধ্যে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে একযোগে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রথমবারের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে দলগুলো কোন পদ্ধতিতে তাদের প্রার্থী মনোনয়ন দেবে, তা এখনও চূড়ান্ত করতে পারেনি।

সূত্রে জানা গেছে, মহাজোটের শরিকরা স্থানীয় নির্বাচন জোটগতভাবে করার সিদ্ধান্ত জানালেও আওয়ামী লীগ, তাতে সাড়া দয়নি। বরং আওয়ামী লীগ এককভাবে পৌরসভা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্র থেকে আওয়ামী লীগের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দকে এ ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে বলে সূত্রটি জানায়। এককভাবে প্রার্থী নির্বাচনের কার্যক্রমও শুরু করেছে জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের সম্ভব্য প্রার্থীদের দৌঁড়ঝাপেরও অন্ত নেই।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এক সদস্য জানান, পৌর নির্বাচনে এককভাবে অংশ নিয়ে আমরা জনসমর্থনের বিষয়টি যাচাই করতে চাই। এমন সময়ে জনসমর্থন যাচাই করা আমাদের জন্য অতিগুরুত্বপূর্ণ বিষয়। জনসমর্থন যাচাইয়ের বিষয়টি শরীক দলগুলোকেও জানিয়ে দেয়া হয়েছে। সামনের জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়েই স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

তবে এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন মহাজোটের অন্যতম শরিক দল ওয়ার্কাস পার্টির সভাপতি বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি জাগো নিউজকে বলেন, আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে জোট করেছি। এ কারণে স্থানীয় নির্বাচনকেও আমাদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। তবে এককভাবে নাকি দলীয়ভাবে নির্বাচনে অংশ নেয়া হবে, তা এখনও আলোচনা হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জোটের মধ্যে আলোচনা করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে জাগোনিউজকে বলেন, নানা কারণেই আসন্ন স্থানীয় নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাজনীতির চলমান পরিস্থিতিকে আমলে নিয়েই পৌর নির্বাচনে অংশ নেয়া হবে। মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।