ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভুল অস্ত্রোপচার, যা ঘটেছিল প্রিয়াঙ্কা সঙ্গে সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন সাবেক সচিব ইসমাইল রিমান্ডে অবশেষে বিল পাস করে ‘শাটডাউন’ এড়াল যুক্তরাষ্ট্র চাঁদাবাজদের ধরতে অভিযান শুরু হচ্ছে: ডিএমপি কমিশনার নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন ড. ইউনূস ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬ জুলাই আন্দোলন বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ‘সড়কে নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত

ওবায়দুল কা‌দের আবা‌রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হ‌চ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লী‌গের আসন্ন স‌ম্মেল‌নে স‌ধারণ সম্পাদক প‌দে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের পুনরায় দা‌য়িত্ব পে‌তে যা‌চ্ছেন ব‌লে আভাস পাওয়া গে‌ছে। দ‌লের একা‌ধিক শীর্ষ নেতার সা‌থে কথা বলার পর এমন ইঙ্গিত পাওয়া গে‌ছে।

আওয়ামী লী‌গের নী‌তি নির্ধারণী পর্যা‌য়ে‌র বেশ ক‌য়েকজন শীর্ষ নেতা জানান, সাধারণ সম্পাদক প‌দে প‌রিবর্তন না আসার সম্ভাবনা র‌য়ে‌ছে। দ্বিতীয় মেয়া‌দে পদ‌টি‌তে ওবায়দুল কা‌দেরের আসার সম্ভাবনা র‌য়ে‌ছে। ওবায়দুল কাদের হৃদ‌রো‌গে আক্রান্ত হওয়ার পর ধারণা করা হ‌য়ে‌ছিলো তি‌নি আর ওই প‌দে দা‌য়িত্বপালন কর‌তে পার‌বেন না। ত‌বে সুস্থ হ‌য়ে তি‌নি নতুন উদ্যা‌মে কাজ শুরু ক‌রেন এবং সে‌টি চলমান র‌য়ে‌ছে। তাছাড়া তৃণমূলেও তার বেশ ভা‌লো যোগা‌যোগ র‌য়ে‌ছে। ফ‌লে সাধারণ সম্পাদক প‌দে প‌রিবর্ত‌নের সম্ভাবনা কম।

সম্প্র‌তি এক‌টি স্বাক্ষাতকা‌রে আওয়ামী লীগের সভাপ‌তিমণ্ড‌লীর সদস্য কাজী জাফরুল্লাহ বলে‌ছেন, আমি তো দেখছি, আমাদের যিনি সাধারণ সম্পাদক আছেন তারই থাকার সুযোগ আছে। এর আগে যারা সাধারণ সম্পাদক ছিলেন তারা দুইবার করেই ছিলেন। আর আমাদের সাধারণ সম্পাদকের শরীর তো এখন ভালো। ফলে তিনিই থাকতে পারেন।

আ‌ওয়ামী লী‌গ সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌দেষ্টামণ্ডলী, সভাপ‌তিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠ‌নিক সম্পাদক, বিষয় ভি‌ত্তিক সম্পাদক এবং সদস্য প‌দেরও প‌রিবর্তন আস‌ছে। গঠনতন্ত্রে প‌রিবর্তন এনে উপ‌দেষ্টা মণ্ডলীতে আরো ১০টি পদ বাড়া‌নো হ‌য়ে‌ছে। সভাপ‌তিমণ্ডলী থে‌কে কেউ কেউ বাদ পড়‌তে পা‌রেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক থে‌কে কেউ কেউ সভাপ‌তিমণ্ডলী‌তে স্থান পা‌বেন। এছাড়া সাংগঠ‌নিক সম্পাদক থে‌কে কেউ কেউ যুগ্ম সাধারণ সম্পাদক প‌দে স্থান পা‌বেন। এছাড়া বিষয় ভি‌ত্তিক সম্পাদক ও সদস্য প‌দেও বেশ রদবদল হ‌তে পা‌রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দেশ ও জাতি গঠনে “দৈনিক আমার দেশ” পত্রিকার কাছে নেত্রকোণার জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ওবায়দুল কা‌দের আবা‌রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হ‌চ্ছেন

আপডেট টাইম : ০৮:৪৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লী‌গের আসন্ন স‌ম্মেল‌নে স‌ধারণ সম্পাদক প‌দে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের পুনরায় দা‌য়িত্ব পে‌তে যা‌চ্ছেন ব‌লে আভাস পাওয়া গে‌ছে। দ‌লের একা‌ধিক শীর্ষ নেতার সা‌থে কথা বলার পর এমন ইঙ্গিত পাওয়া গে‌ছে।

আওয়ামী লী‌গের নী‌তি নির্ধারণী পর্যা‌য়ে‌র বেশ ক‌য়েকজন শীর্ষ নেতা জানান, সাধারণ সম্পাদক প‌দে প‌রিবর্তন না আসার সম্ভাবনা র‌য়ে‌ছে। দ্বিতীয় মেয়া‌দে পদ‌টি‌তে ওবায়দুল কা‌দেরের আসার সম্ভাবনা র‌য়ে‌ছে। ওবায়দুল কাদের হৃদ‌রো‌গে আক্রান্ত হওয়ার পর ধারণা করা হ‌য়ে‌ছিলো তি‌নি আর ওই প‌দে দা‌য়িত্বপালন কর‌তে পার‌বেন না। ত‌বে সুস্থ হ‌য়ে তি‌নি নতুন উদ্যা‌মে কাজ শুরু ক‌রেন এবং সে‌টি চলমান র‌য়ে‌ছে। তাছাড়া তৃণমূলেও তার বেশ ভা‌লো যোগা‌যোগ র‌য়ে‌ছে। ফ‌লে সাধারণ সম্পাদক প‌দে প‌রিবর্ত‌নের সম্ভাবনা কম।

সম্প্র‌তি এক‌টি স্বাক্ষাতকা‌রে আওয়ামী লীগের সভাপ‌তিমণ্ড‌লীর সদস্য কাজী জাফরুল্লাহ বলে‌ছেন, আমি তো দেখছি, আমাদের যিনি সাধারণ সম্পাদক আছেন তারই থাকার সুযোগ আছে। এর আগে যারা সাধারণ সম্পাদক ছিলেন তারা দুইবার করেই ছিলেন। আর আমাদের সাধারণ সম্পাদকের শরীর তো এখন ভালো। ফলে তিনিই থাকতে পারেন।

আ‌ওয়ামী লী‌গ সূ‌ত্রে জানা গে‌ছে, উপ‌দেষ্টামণ্ডলী, সভাপ‌তিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠ‌নিক সম্পাদক, বিষয় ভি‌ত্তিক সম্পাদক এবং সদস্য প‌দেরও প‌রিবর্তন আস‌ছে। গঠনতন্ত্রে প‌রিবর্তন এনে উপ‌দেষ্টা মণ্ডলীতে আরো ১০টি পদ বাড়া‌নো হ‌য়ে‌ছে। সভাপ‌তিমণ্ডলী থে‌কে কেউ কেউ বাদ পড়‌তে পা‌রেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক থে‌কে কেউ কেউ সভাপ‌তিমণ্ডলী‌তে স্থান পা‌বেন। এছাড়া সাংগঠ‌নিক সম্পাদক থে‌কে কেউ কেউ যুগ্ম সাধারণ সম্পাদক প‌দে স্থান পা‌বেন। এছাড়া বিষয় ভি‌ত্তিক সম্পাদক ও সদস্য প‌দেও বেশ রদবদল হ‌তে পা‌রে।