হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শুধু সুসময় নয়, অতীতে আমরা মাঠে ছিলাম। ভবিষ্যতের দুঃসময়েও মাঠে থাকব।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসীত বরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
‘রাজাকারের তালিকা দিয়ে বিতর্ক সৃষ্টি করা হলো কেন’
এদিকে গতকাল বুধবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম প্রশ্ন রেখে বলেন, রাজাকারের তালিকা দিয়ে অহেতুক কেন বিতর্ক সৃষ্টি করা হলো। ঘাতক রাজাকারদের তালিকায় বীর মুক্তিযোদ্ধাদের নাম এলো কীভাবে? ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার, আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিন জন নির্মাণ শ্রমিকের হাতে চিকিত্সা বাবদ শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের দেওয়া ১ লাখ ৫৫ হাজার টাকার চেক তুলে দেন।