হাওর বার্তা ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রথম দফার রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের সর্বশেষ যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমাদের নেত্রীও জানেন। মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে। তিনি বলেন, আমাদের নেত্রীও যাচাই-বাছাই করে ভুলভ্রান্তি যেন না থাকে তা সংশোধন করে তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয়ও সংশোধনের অঙ্গীকার ঘোষণা করেছে। কাজেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক বলেন, সম্মেলন ঘিরে কোনো অনিয়ম সহ্য করা হবে না। বিজয় মাসে ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের শেকড়ের সাথে সম্পৃক্ত। সে জন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না।
তিনি বলেন, পদ-পদবির ইচ্ছা সবার থাকতে পারে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কারো চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনো পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে, তবে নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা।
সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি প্রদর্শন করা হবে বলেও ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এবারের কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিলর ও সমসংখ্যক কাউন্সিলর উপস্থিত থাকবে বলে জানান তিনি। কাউন্সিলের সকল প্রস্তুতি সমাপ্তের ঘোষণাও দেন ওবায়দুল কাদের।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।