রূপসী বাংলা যা কিছু নিয়ে রূপবতী সেসবের কথা বলতে গেলে সবার আগে আসবে নদীর কথা। শেকড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে এই ভূখণ্ডকে আকড়ে থাকা অজস্র নদ-নদীই আমাদের সত্যিকারের আত্মপরিচয়।
নদীকে ঘিরেই বঙ্গীয় এই জনপদের অধিবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার যতো আখ্যান। আমাদের জীবনচর্চার অধিকাংশ ক্ষেত্রে এই নদীর অবদানের তুলনা হয় না।
আমাদের আত্মপরিচয় যাকে ঘিরে, সেই নদীমাতৃক দেশের নদ-নদী ভালো নেই। দখলে-দূষণে জর্জরিত মমতাময়ী নদীগুলোর আজ ত্রাহি ত্রাহি অবস্থা। তারপরও যেসব নদীর শত প্রতিকূলতার মাঝেও তাদের প্রবাহ ধরে রাখবার চেষ্টা করছে ভৈরব তারমধ্যে অন্যতম।
নদী বীক্ষণের তৃষ্ণায় বেরিয়ে খুলনায় ভৈরবের এই রূপ দেখে আকূল হয়ে উঠি।