হাওর বার্তা ডেস্কঃ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। কেরিয়ারের শীর্ষে থাকার সময়েই দুই সন্তানের বাবা সাইফ আলি খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন নায়িকা। দুজন আবার দুই ধর্মের। সে সময় সব মহল থেকেই গুঞ্জন উঠেছিল, কারিনার কেরিয়ার শেষ। কিন্তু তিনি নিজে কী ভাবতেন? সম্প্রতি একটি অনুষ্ঠানে সে বিষয় ও সাইফের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেন নবাব গিন্নি।
সাইফের সঙ্গে বিয়ে সম্পর্কে কারিনা বলেন, ‘কাউকে ভালোবাসা এবং তাকে বিয়ে করার সিদ্ধান্ত তো কোনো অপরাধ নয়। সবাই আমাকে বলেছিলেন, তোমার কেরিয়ার শেষ। উত্তরে আমি বলেছিলাম, তাই যদি হয় তবে তাই সই। কিন্তু এই মানুষটার সঙ্গেই জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। আমি মনে করি, সাইফকে বিয়ে করা আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল।’
সংসার, সন্তান ও কাজের মধ্যে কীভাবে ব্যালেন্স করে চলেন কারিনা? নায়িকার জবাব, ‘আমি যখন প্রেগনেন্ট হই, তখন আমার হাতে ‘ভীরে ডি ওয়েডিং’ ছবিটি ছিল। প্রযোজক ৯ মাস অপেক্ষা করেছিলেন ছবিতে আমাকে নেবেন বলে। ছবিটি দারুণ সফল। সবচেয়ে আনন্দের ব্যাপার, ছেলেও আমার সঙ্গে শ্যুটিংয়ে যেত। আমার মনে হয়, তৈমুরের জানা উচিত ওর মা কীভাবে কাজ করে।’
কারিনা জানান, ‘সাইফও আমাকে একই কথা বলেছিল। ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ের জন্য তৈমুর (ছেলে) টানা ২০ দিন আমার সঙ্গে পাঞ্জাবের বিভিন্ন প্রান্তে ঘুরেছে। টানা ৮ ঘন্টা কাজ করতাম আমি। তারই মাঝে এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে যেতাম। ছবির নায়ক আমির খান এই বিষয়ে খুবই সাপোর্টিভ। ওয়ার্কিং মায়েদের সঙ্গে এমনটাই তো হওয়া উচিত।