হাওর বার্তা ডেস্কঃ সাবেক স্ত্রী মারিয়া মিম ও সন্তানের কথা স্মরণ করে কাঁদলেন ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান।
জানা গেছে, সম্প্রতি একটি তারকা অনুষ্ঠানে এসেছিলেন সিদ্দিক। সেখানে আড্ডার এক ফাঁকে স্ত্রী-সন্তানকে নিয়ে কথা বলতে বলতেই কেঁদে ফেলেন এই অভিনেতা।
সিদ্দিক বলেন, আমি চাইলেই এখন বিয়ে করতে পারি। বিয়ে করলে সুন্দীর বউও হয়তো পাওয়া যাবে! আমার সাবেক স্ত্রী মিমও চাইলেই বিয়ে করতে পারে। ভালো ছেলেও হয়তো পাবে সে। কিন্তু আমার ছেলেটা তার মাকে আর পাবে না।‘ছেলেটার জন্যই কষ্ট হয়। দোয়া করবেন ওকে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।’
২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালে তারা আরশ হোসেন নামে এক পুত্রের বাবা-মা হন।সম্প্রতি অভিনেতা সিদ্দিকুর রহমান-মারিয়া মিম দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়। একমাত্র ছেলে এখন বাবার সঙ্গেই থাকে।