হাওর বার্তা ডেস্কঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় ধুলিয়াপাড়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছে। এর মধ্যে মুক্তার হোসেন নামে একজনকে গুরুতর আহত অবস্থায় শৈলকুপা থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাঁচেরকোল ইউনিয়নের ধুলিয়াপড়া গ্রামের আওয়ামী লীগের দুই গ্রুপে মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে সোমবার ভোরে দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে মুক্তার হোসেন, রাবেয়া খাতুন, রাজিব হোসেন ও খাতের আলীসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আবেদ আলী, কুদ্দুস খা, নায়েব ও কালামের বাড়িসহ ৬টি বাড়ি ভাংচুর হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।