হাওর বার্তা ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ। আজ নিজেদের তৃতীয় ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারালো টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও নাইম শেখ ব্যাট হাতে আলো ছড়ান। তাদের ব্যাটিং নৈপুণ্যে ১৩৯ রানের লক্ষ্য ২৬ ওভার হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে ভালো করা সৌম্য আজ ব্যাট হাতে বেশিদূর এগুতে পারেননি। ভারতের বিপক্ষে ৯৪ রান করা শান্ত আজও অর্ধশতক তুলে নেন। টানা তৃতীয় ম্যাচে বল হাতে নৈপুণ্য দেখালেন সুমন খান।
প্রথম দুই ম্যাচে ভারত ও হংকংয়ের বিপক্ষে ৮ উইকেট নেন ১৯ বছর বয়সী সুমন খান।
আজ নেপালের বিপক্ষে শিকার করেন ৩ উইকেট। সাভার বিকেএসপির মাঠে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৪ রানে ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। ১৭ বলে ১১ রান করেন সৌম্য। তবে নাইম শেখ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জয়ের ভিত গড়ে দেন। প্রথম ম্যাচে ৫২ রান করা নাইম এই ম্যাচে ৫ রানের জন্য অর্ধশতক মিস করেন। ৫৬ বলে ৪৫ রান করে দলীয় ১১৩ রানে আউট হন নাইম। অধিনায়ক শান্ত ৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। শান্তর সঙ্গে ইয়াসির আলী ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান নিয়ে অপরাজিত ছিলেন। এর আগে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৪৪.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয় নেপাল। ৩৩ রানের ওপেনিং জুটি ভাঙার ব্যাটিংধ্বস নামে নেপাল ইনিংসে। ৬৮ রানে হারায় ৭ উইকেট। শেষদিকে ৯ নম্বরে নামা সোম্পাল কামির দলীয় সর্বোচ্চ ৩৮ রানে ভর করে শতরান পার করে নেপাল। ওপেনার অধিনায়ক গায়েন্দ্রো মাল্লার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। বাংলাদেশের পক্ষে ৮.৩ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার সুমন খান। তিন ম্যাচে তার উইকেটসংখ্যা দাঁড়ালো ১১। এছাড়া মিনহাজুল আবেদিন আফ্রিদীও নেন ২৯ রানে ৩ উইকেট। স্পিনার মেহেদী হাসানের শিকার ২৫ রানে ১ উইকেট।
নেপাল ইমার্জিং: ৪৪.৩ ওভারে ১৩৮ (সোম্পাল ৩৮, মাল্লা ২২; সুমন খান ৩/২৯, আফ্রিদী ৩/২৯, মেহেদী ১/২৫)
বাংলাদেশ ইমার্জিং: ২৪ ওভারে ১৪০/২ (নাইম ৪৫, শান্ত ৫৯*, ইয়াসির ১৮*, সৌম্য ১১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।