ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমার বিশ্বাস, সরকার সেটা করবে : মেজর হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫
  • ২৫০ বার

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে উন্নয়ন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অ.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা সিরিয়া-ইয়েমেনের মত অবস্থা দেখতে চাই না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ সব রাজনৈতিক নেতা ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে। মেজর হাফিজ বলেন, যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, সে দেশে জঙ্গিদের উত্থান হয়। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সরকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে বলে আমার বিশ্বাস। আওয়ামী লীগের সরকার মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না- এমন দাবি করে তিনি বলেন, তারা গুম ও খুনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। মেজর (অ.) হাফিজ বলেন, দেশে কোনো রাজনীতি নেই, আছে দুর্নীতি। বিদেশিরা আমাদের গার্মেন্ট সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার দেশের ব্যাংকিং খাতের অবস্থাও খুব খারাপ। তাই গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে এসবের উন্নয়ন ঘটানো যাবে না। সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আগামীতে আপনাদের সব অত্যাচার ও নির্যাতনের জবাব বিএনপি রাজপথে থেকে দেবে। সরকারকে বলতে চাই, এ দিন দিন নয় আরো দিন আছে। মেজর হাফিজ বলেন, নজরুল ইসলাম খানসহ অনেক বিএনপি নেতাকর্মীকে সঠিকভাবে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। তারা যেন জেলে বসে দিনের পর দিন বিনা চিকিৎসায় মারা যায় সে ব্যবস্থাই করছে সরকার। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাজে অবস্থা। অস্ত্রের ঝনঝনানি বেড়ে গেছে। মায়ের পেটে থাকা শিশুও রক্ষা পাচ্ছে না। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মারুফ আল হাসান, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ বকুল, সহ-সভাপতি সাইফুল ইসলাম পল্টু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার বিশ্বাস, সরকার সেটা করবে : মেজর হাফিজ

আপডেট টাইম : ১০:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫

দেশে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে উন্নয়ন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অ.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা সিরিয়া-ইয়েমেনের মত অবস্থা দেখতে চাই না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ সব রাজনৈতিক নেতা ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে। মেজর হাফিজ বলেন, যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, সে দেশে জঙ্গিদের উত্থান হয়। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সরকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবে বলে আমার বিশ্বাস। আওয়ামী লীগের সরকার মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না- এমন দাবি করে তিনি বলেন, তারা গুম ও খুনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। মেজর (অ.) হাফিজ বলেন, দেশে কোনো রাজনীতি নেই, আছে দুর্নীতি। বিদেশিরা আমাদের গার্মেন্ট সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার দেশের ব্যাংকিং খাতের অবস্থাও খুব খারাপ। তাই গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে এসবের উন্নয়ন ঘটানো যাবে না। সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আগামীতে আপনাদের সব অত্যাচার ও নির্যাতনের জবাব বিএনপি রাজপথে থেকে দেবে। সরকারকে বলতে চাই, এ দিন দিন নয় আরো দিন আছে। মেজর হাফিজ বলেন, নজরুল ইসলাম খানসহ অনেক বিএনপি নেতাকর্মীকে সঠিকভাবে চিকিৎসা করতে দেয়া হচ্ছে না। তারা যেন জেলে বসে দিনের পর দিন বিনা চিকিৎসায় মারা যায় সে ব্যবস্থাই করছে সরকার। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাজে অবস্থা। অস্ত্রের ঝনঝনানি বেড়ে গেছে। মায়ের পেটে থাকা শিশুও রক্ষা পাচ্ছে না। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, সহ-সভাপতি মারুফ আল হাসান, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ আহমেদ বকুল, সহ-সভাপতি সাইফুল ইসলাম পল্টু।