হাওর বার্তা ডেস্কঃ মিশরের সোহাগ প্রদেশের মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।
দেশটির পুলিশ জানায়, রাজধানী কায়রো থেকে তিনশো ৯০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনায় আরো ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা রাস্তা ও ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে মত দেন বিশেষজ্ঞরা।