হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ দল ঘোষণা করেছে ভারত। আগামী ৩ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই বিরাট কোহলি। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে দেয়া হয়েছে। কোহলির অনুপস্থিতিতে এই ফরমেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
এছাড়া, এই সিরিজেও থাকছেন না দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা মহেন্দ্র সিং ধোনি। অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ ও পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া।
চমক হিসেবে জায়গা করে নিয়েছেন মুম্বাইয়ের ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে। প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন হার্ডহিটিং উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আর লেগস্পিনার ইয়ুজবেন্দ্র চাহালও।
আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর হবে ম্যাচ তিনটি। এছাড়া সিরিজের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও ভারত।
ভারতের টি-টোয়েন্টি দলে যারা থাকছেন: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, ইয়ুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুবে, শার্দুল ঠাকুর।