চোটের কারণে বিশ্বকাপ ক্রিকেট পুরোটা না খেলেই দেশে ফিরতে হয় তরুণ ওপেনার এনামুল হক বিজয়কে। পরে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দলে ছিলেন না। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। চোট না থাকায় ওয়ানডেতে হয়তো তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। ১০ই জুন থেকে অনুষ্ঠেয় সিরিজের জন্য ভারত পূর্ণ শক্তির দল নিয়ে আসছে বলে যে খবর বেরিয়েছে তাতে শঙ্কিত নন এনামুল। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সুযোগ পেলে নিজের সেরাটাই দিবেন তিনি। ভারত দল নিয়ে এনামুল হক বিজয় বলেন, ‘সত্যি কথা বলতে, তাদের দল নিয়ে চিন্তা করার সময় আমাদের নেই। আমাদের মানসিকতাও এমন নয়। আমরা আমাদের দল নিয়ে এখন ব্যস্ত। আমরা নিজেদের পারফরমেন্স নিয়ে অনেক চিন্তিত। আমরা চিন্তা করছি কিভাবে আরও ভাল পারফরমেন্স করা যায়।’
তবে খর্ব শক্তির হোক আর পূর্ণ শক্তির হোক ভারত দল সবসময়ই চ্যালেঞ্জের। এ বিষয়ে বিজয় বলেন, ‘পরিকল্পনাতো সব খেলোয়াড়কে নিয়েই থাকে। কার বিপক্ষে কিভাবে বোলিং করতে হবে। কিংবা কোন বোলারের বিপক্ষে আমাদের কিভাবে ব্যাটিং করতে হবে। এ সবতো পরিকল্পনার মধ্যে থাকেই। আমি মনে করি ওদের যে দলটা আসছে, সেক্ষেত্রে আমাদের ভাল পরিকল্পনা করা অনেক জরুরি। যদি আমরা ভাল ক্রিকেট খেলতে চাই। আমরা শতভাগ উজাড় করে দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবো।’
ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই উত্তেজনা ও স্মৃতি বহন করবে তা অকপটেই স্বীকার করে নেন বিজয়। তিনি বলেন, ‘আমরা জানতাম বিশ্বকাপের পর যদি ভারতের বিপক্ষে কোন ম্যাচ কিংবা সিরিজ আসে তাহলে আলাদা একটা দ্বৈরথ সৃষ্টি করবে। আলাদা একটা উত্তেজনা অবশ্যই সৃষ্টি হবে। আমি মনে করি এটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য ভাল সুযোগ যদি সে পারফরমেন্স করতে পারে। আমরা মনে করি এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।’
পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে আইসিসি’র ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ থেকে ৮ এ উঠে এসেছে বাংলাদেশ দল। এবার এবার ভারতকে ওয়ানতে সিরিজ হারাতে পারলে আরেক ধাপ উন্নতি হবে। আর হোয়াইটওয়াশ করতে পারলে ৬ থেকে ৭ নম্বরে উঠে আসবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ২০শে মে থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরুর কথা থাকলেও এর দুদিন আগেই স্বউদ্যোগে অনুশীলনে নেমে পড়েছে টাইগাররা। ২৩ সদস্যের প্রাথমিক দল নিয়ে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে জাতীয় দল। এখান থেকে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করবেন নির্বাচকরা।
গতকাল অনুশীলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
সংবাদ শিরোনাম
ভারত নয়, নিজেদের নিয়েই ভাবছি
- Reporter Name
- আপডেট টাইম : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
- ৩৪৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ