ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর ব্যবসায়ীরা সুযোগ নিয়েছে। একটি অসাধু চক্র পেঁয়াজের দাম বাড়িয়ে মুনাফা হাতিয়ে নিচ্ছে। যারা অবৈধভাবে দাম বাড়াচ্ছে, তাদের জরিমানা করাসহ মালামাল জব্দ করা হচ্ছে।
রংপুরের পীরগাছায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রতি বছর ৬-৭ লাখ টন পেঁয়াজ আমদানি করে, যার বড় অংশই আসে ভারত থেকে। ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় বাজারে একটু প্রভাব পড়েছে। আমরা অন্য দেশ থেকে পেঁয়াজ আনার চেষ্টা করছি। চলতি মাসের শেষ নাগাদ পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে নামবে।
ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বাজারে পেঁয়াজ নিয়ে একটা সাময়িক সমস্যা হয়েছে। তবে দাম এত বাড়ার কোনো কারণ নেই। অসাধু ব্যবসায়ীদের রুখতে ১২টি মনিটরিং টিম মাঠে কাজ করছে। আমরা তৎপর আছি।