রাতে দেশে ফিরছে আফগানিস্তান

হাওর বার্তাঃ ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াই বাংলাদেশ-আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন হয়েছে। সিরিজ শেষে আজ রাতেই বাংলাদেশ ছাড়ছে আফগানিস্তান দল। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২ টায় কাবুলের উদ্যেশে ঢাকা ছাড়বেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। আফগানিস্তান দলের সবাই নিজ দেশে ফিরে যাচ্ছেন। সেখান থেকে বেশ কয়েকজন ক্রিকেটার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেবেন। বাকিরা দেশেই থাকবেন।

গত ৩০ আগস্ট বাংলাদেশ সফরে আসে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল। টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টে ২২৪ রানের ব্যবধানে জয় পায় আফগানরা। এরপর ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেন রশিদ-নবিরা। যদিও চট্টগ্রাম পর্বে শেষ দুই ম্যাচে হারতে হয়েছে তাদের। ২ ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান। বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচটি মাঠে না গড়ালে ট্রফি ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর