জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মিছিলে গুলি-দেখামাত্র গুলি-আত্মরক্ষায় গুলির যত নির্দেশনাই দেওয়া হোক দেশকে স্থিতিশীল করা যাবে না ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। কারণ দেশের বিদ্যমান রাজনৈতিক সংকটকে কেন্দ্র করে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা শক্তি প্রয়োগে নিয়ন্ত্রণ করা যাবে না। অতিরিক্ত শক্তি প্রয়োগ-বল প্রয়োগ ক্রমাগতভাবেই রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলবে।
শনিবার সকালে বাগেরহাটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কর্তৃক আয়োজিত সিপাহী জনতা গণ-অভ্যূত্থান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রব বলেন, সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে পুলিশের ওপর আস্থা স্থাপন করেছে-যা ভয়ংকর ও ভয়াবহ। বিদ্যমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলয় থেকে জাতিকে উদ্ধার করার জন্য প্রয়োজন ‘তৃতীয় রাজনৈতিক শক্তি’র উত্থান। আবদুল লতিফ খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ গোফরান, অসিত কুমার দেবনাথ, শেখ নজরুল ইসলাম ও এ কে এম মুজিবুর রহমান প্রমুখ।