ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ ফেরদৌস ও মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কেঃ নানামাত্রিক আলোচনা ও সমালোচনার পর গত দু’বারের মতো এবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে এবার অডিশনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে।

নতুন খবর হচ্ছে, এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচারকের আসনে থাকছেন দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সঙ্গে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র থেকে এ খবর জানা গেছে।

এ প্রসঙ্গে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার বলেন, আজ শনিবার সাড়ে ১১টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তিনজন মূল বিচারকের নাম জানানো হবে এবং অডিশন রাউন্ডে থাকবে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারক। তাদের নামও সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।

এদিকে, চ্যানেল আই ও ইউনিলিভার আয়োজিত ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্বের পর আবারও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র বিচারক হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি যে কোনো রিয়েলিটি শো’তে বিচারকের দায়িত্ব পালনে এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারকের দায়িত্ব পালন নিয়ে দেশের তারকা এই অভিনেতা আরও বলেন, আয়োজকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ শুধু বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল মঞ্চে অংশগ্রহণ করবেন। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ ফেরদৌস ও মৌসুমী

আপডেট টাইম : ০৫:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

হাওর বার্তা ডেস্কেঃ নানামাত্রিক আলোচনা ও সমালোচনার পর গত দু’বারের মতো এবারও শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে এবার অডিশনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে।

নতুন খবর হচ্ছে, এ বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মূল বিচারকের আসনে থাকছেন দুই চিত্রতারকা ফেরদৌস ও মৌসুমী। তাদের সঙ্গে আরও থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট ও সহযোগী এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র থেকে এ খবর জানা গেছে।

এ প্রসঙ্গে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার বলেন, আজ শনিবার সাড়ে ১১টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে তিনজন মূল বিচারকের নাম জানানো হবে এবং অডিশন রাউন্ডে থাকবে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারক। তাদের নামও সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।

এদিকে, চ্যানেল আই ও ইউনিলিভার আয়োজিত ‘কে হবে মাসুদ রানা’ রিয়েলিটি শো’র বিচারকের দায়িত্বের পর আবারও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র বিচারক হওয়া প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি যে কোনো রিয়েলিটি শো’তে বিচারকের দায়িত্ব পালনে এনজয় করি। প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারকের দায়িত্ব পালন নিয়ে দেশের তারকা এই অভিনেতা আরও বলেন, আয়োজকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শো’য়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ শুধু বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্ল্যাটফর্মটি সামাজিক সচেতনতামূলক উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল মঞ্চে অংশগ্রহণ করবেন। অবিবাহিত ১৮-২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।