হাওর বার্তা ডেস্কঃ বাসীমান্তে নিয়মিত সাপ্তাহিক বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৬ জন।
হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আলি আল-আশকার (১৭) ও খালেদ আল-রিবি (১৪) নামের দুই কিশোরের বুকে গুলি করে ইসরায়েলি সেনারা।
‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমা নামাজের পর নিয়মিত গাজা সীমান্তের বিভিন্ন অংশে বিক্ষোভ প্রদর্শন করে থাকে ফিলিস্তিনিরা। এতে ওই হামলার ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ‘শুক্রবারের বিক্ষোভে আরও ৭৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। হত্যার উদ্দেশে তাদের শরীরের উপরিভাগ লক্ষ্য করে গুলি করা হয়েছে।’
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি ভূমি দখলের ৭০ বছর পূর্তিতে ২০১৮ সালে ‘প্রত্যাবাসনের মহাযাত্রা’ বিক্ষোভ শুরু করেছিল গাজার জনগণ যাদের অনেকেই উদ্বাস্তু জীবন যাপন করছেন।
এ বিক্ষোভে গুলি চালিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতদের মধ্যে অর্ধশতাধিকই শিশু ও কিশোর বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।