১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের নিজ হাতে গড়া উপাখ্যান এটি। প্রেম গড়ালো বেদনা বিদূর কাব্যে। বিবিসির উপস্থাপিকা রেহমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইমরান খানের। এই প্রেমের সম্পর্ক রুপ নেয় শুভ বিবাহে। বিয়ের মাত্র ১০ মাস পরেই ভেঙে যায় ইমরান-রেহমের বিয়ে। বিয়ে ভেঙে যাওয়ার পরেই চলে আসে ভেতরের নানা কাহিনী। টাইমস অব ইন্ডিয়া জানায়, রেহম ইমরান খানকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন। রেহম ইমরানের রাজনৈতিক দল তেহরিকই ইনসাফের বিষয়ে নাক গলাতেন। এ নিয়ে বিরোধের জেরে একদিন ইমরানের খাবারে বিষ মিশিয়ে দেয় রেহম। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে খাবারে বিষ পাওয়া যায় বলে জানায় ওই গণমাধ্যম। রেহম তার স্বামীর উপরেও নাকি নির্যাতন চালাতেন। কিন্তু ইমরান খান সব কিছুই চোখ বুঝে সহ্য করে যেতেন। তাদের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে পড়লে বিচ্ছেন ঘটে তাদের। মাত্র ১০ মাসেই শেষ হয় সবকিছু। প্রেমের প্রতিদানে স্ত্রীর কাছ থেকে বিষ মিশানো খাবার খেতে হয় ইমরান খানকে। অতঃপর রচিত হয় এই করুণ এক কাব্য। এখন ফের সিঙ্গেল জীবন যাপন করছেন তারা।
সংবাদ শিরোনাম
প্রেমের প্রতিদানে বিষ মিশানো খাবার খেলেন ইমরান খান
- Reporter Name
- আপডেট টাইম : ০২:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
- ২৮২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ