যৌন ইস্যুতে গ্রেপ্তার হলেন ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকারের বিরুদ্ধে এবার যৌন ইস্যুতে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ। এক নারীর সঙ্গে তার যৌনকর্মের ভিডিও চিত্র নিয়ে ফ্রান্স জাতীয় ফুটবল দলের অপর তারকা ম্যাথিউ ভালবুয়েনার কাছে সম্প্রতি ৭৫০০০ পাউন্ড দাবি করে ব্ল্যাকমেইলাররা। অন্যথায় ভালবুয়েনার এ ডিভিওচিত্র অনলাইনে তুলে দেয়ার হুমকি দেয় তারা। এ মামলায় গতকাল প্যারিসের ভার্সেই এলাকা থেকে করিম বেনজেমাকে গ্রেপ্তার করে পুলিশ। ফরাসি মিডিয়া জানায়, ব্লাকমেইলের এ ঘটনায় করিম বেনজেমার সংসিøষ্টতা রয়েছে বলে সন্দেহ ভার্সেই পুলিশের। যৌন কেলেঙ্কারি নিয়ে এর আগেও খবরের শিরোনাম হন করিম বেনজেমা। ফ্রান্সে অর্থের বিনিময়ে জাহিয়া দেহার নামের ১৬ বছরের এক তরুণীর সঙ্গে যৌনকর্মের দায়ে গ্রেপ্তার করা হয় বেনজেমা ও বায়ার্ন মউিনিখের ফরাসি ফুটবলার ফ্রাঙ্ক রিবেরিকে। ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী মহিলার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করা নিষিদ্ধ। তবে এ মামলায় গত বছর অব্যাহতি পান বেনজেমা।
সংবাদ শিরোনাম
যৌন ইস্যুতে গ্রেপ্তার করিম বেনজেমা
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
- ৩৪৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ