ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বুধবার সকালে একটি মামলায় তাকে গ্রেফতার দেখায় রূপগঞ্জ থানা পুলিশ।

অর্থ আত্মসাতের অভিযোগে ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। রূপগঞ্জ থানায় করা মাহফুজা বেগম নামে এক স্থানীয় নারীর মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক গণমাধ্যমকে জানান, সাইফুল ইসলাম দিলদার উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকদের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ এসেছে। তিনি ওই এনজিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

মামলার এজাহার থেকে জানা যায়, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি টাকা আমানত সংগ্রহ করে ড. সাইফুল ইসলামের এনজিও প্রতিষ্ঠান আইআরডি। প্রথম প্রথম কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়া হয়। কিন্তু হঠাৎ করে গ্রাহকদের কিছু না বুঝিয়ে দিয়েই এনজিওটি বন্ধ করে দেন এর ব্যবস্থাপনা পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার।

প্রায় এক বছর ধরে পাওনা টাকা ফেরতের জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোনো লাভ হয়নি ভুক্তোভোগী গ্রাহকদের।

গত মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম দিলদার বাড়ি দাউদপুর পুটিনায় এলে গ্রাহকরা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার সকালে ওই এনজিওর গ্রাহকদের পক্ষে মাহফুজা বেগম ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে পাঠায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম গ্রেফতার

আপডেট টাইম : ১০:০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পুটিনা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে বুধবার সকালে একটি মামলায় তাকে গ্রেফতার দেখায় রূপগঞ্জ থানা পুলিশ।

অর্থ আত্মসাতের অভিযোগে ড. সাইফুল ইসলাম দিলদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। রূপগঞ্জ থানায় করা মাহফুজা বেগম নামে এক স্থানীয় নারীর মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক গণমাধ্যমকে জানান, সাইফুল ইসলাম দিলদার উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার আইআরডি নামক একটি এনজিওর গ্রাহকদের প্রায় ৪৩ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ এসেছে। তিনি ওই এনজিও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।

মামলার এজাহার থেকে জানা যায়, দাউদপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি টাকা আমানত সংগ্রহ করে ড. সাইফুল ইসলামের এনজিও প্রতিষ্ঠান আইআরডি। প্রথম প্রথম কয়েক মাস টাকার লভ্যাংশ গ্রাহদের দেয়া হয়। কিন্তু হঠাৎ করে গ্রাহকদের কিছু না বুঝিয়ে দিয়েই এনজিওটি বন্ধ করে দেন এর ব্যবস্থাপনা পরিচালক ড. সাইফুল ইসলাম দিলদার।

প্রায় এক বছর ধরে পাওনা টাকা ফেরতের জন্য বিভিন্ন স্থানে ধরনা দিয়ে কোনো লাভ হয়নি ভুক্তোভোগী গ্রাহকদের।

গত মঙ্গলবার বিকেলে সাইফুল ইসলাম দিলদার বাড়ি দাউদপুর পুটিনায় এলে গ্রাহকরা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। বুধবার সকালে ওই এনজিওর গ্রাহকদের পক্ষে মাহফুজা বেগম ১৫ জন গ্রাহকের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল ইসলাম দিলদারের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ ড. সাইফুল ইসলাম দিলদারকে নারায়গঞ্জ আদালতে পাঠায়।