হাওর বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে। সেইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার ডলার ইউএস ডলার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন মেসি। তবে কনবিলমের এ রায়ের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে আপিল করতে পারবেন মেসি।
এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল।
এই নিষেধাজ্ঞার ফলে মেসি আর্জেন্টিনার হয়ে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারছেন না।
সূত্র: বিবিসি